দিয়াকুল সানোয়ারা আদর্শ স্কুল এন্ড কলেজ

Revision as of 14:04, 23 December 2024 by mh:wikigenius>Akhib5999 (Protected "দিয়াকুল সানোয়ারা আদর্শ স্কুল এন্ড কলেজ" ([Edit=Protect from non-authors] (indefinite) [Move=Protect from non-authors] (indefinite)))

দিয়াকুল সানোয়ারা আদর্শ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম জেলার দোহাজারী অধীনে গ্রামে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়।[1][2]বর্তমানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সেখানে অনার্স (মানবিক ও ব্যবসা বিভাগ) ভর্তিরও ব্যবস্থা করেছেন।[3]

ইতিহাস

এটি ২ সেপ্টেম্বর ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথমে কলেজ ভবন না থাকলেও ২০২১ এর দিকে এটিতে নতুন কলেজ ভবন নির্মাণ করা হয়।

কলেজ ভবন

•মূল ভবন (পাঁচ তলা বিশিষ্ট বৃহৎ এই ভবনে একই সাথে বিজ্ঞান,ব্যবসা,মানবিক,লাইব্রেরী,ল্যাব ও ডিগ্রি শাখার কিছু কার্যক্রম পরিচালিত হয়)

মাঠ

কলেজটিতে মূল ভবনের সামনে একটি মাঠ রয়েছে। জাতীয় সংগীতসহ সকল কার্যক্রম সেখানে অনুষ্ঠিত হয়।

কৃতি শিক্ষার্থী

কলেজটিতে ১০০০ এর অধিক বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থী রয়েছে।

উচ্চমাধ্যমিক

  • বিজ্ঞান
  • ব্যবসায় শিক্ষা
  • মানবিক

তথ্যসূত্র